বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ,ফিভার ক্লিনিক ও কভিড-১৯ সনাক্তকরণ পিসিআর ল্যাব খোলা থাকবে আগামী ২২ জুলাই।
এছাড়াও সব দিনই প্রচলিত নিয়মে বিশ্ববিদ্যালয়ের সকল অন্ত:বিভাগ ও জরুরি বিভাগ খোলা থাকবে। তবে ২০, ২১ ও ২২ জুলাই বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ, অফিস, বৈকালিক স্পেশালাইজড কানসালটেশন সার্ভিস ও ভ্যাকসিন প্রদান কার্যক্রম বন্ধ থাকবে। এদিকে,২০ জুলাই মঙ্গলবার এবং ২১জুলাই বুধবার বহির্বিভাগ, ফিভার ক্লিনিক ও কভিড-১৯ সনাক্তকরণ পিসিআর ল্যাব বন্ধ থাকবে।
দিনগুলোতে যাতে চিকিৎসা ব্যবস্থার কোনো ঘাটতি না হয় সে জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা.মো. শারফুদ্দিন আহমেদ। এদিকে ঈদের দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রোগীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান