বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৭ হাজার ৫৫৪ জন। এদিকে, বেতার ভবনের পিসিআর ল্যাবে ১৪ জুলাই বুধবার পর্যন্ত ১ লাখ ৬৩ হাজার ৪০২ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। একই ভবনের ফিভার ক্লিনিকে ১ লাখ ৬ হাজার ২১৪ জন রোগী সেবা নিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে করোনা সেন্টারে আজ পর্যন্ত ১০ হাজার ৪০৪ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৫ হাজার ৭০১ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ৭২৩ জন। বর্তমানে করোনা সেন্টারে ভর্তি আছেন ১৯০ জন। আইসিইউতে ভর্তি আছেন ১৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৫ জন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান