বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে অনুষ্ঠিত মাস্টার্স অব সাইন্স ইন নার্সিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
রোববার সন্ধ্যায় পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.bsmmu.edu.bd প্রকাশিত হয়।
একইদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দু’টি প্রতিষ্ঠান রাজধানী মুগদার ন্যাশনাল ইনস্টিটিউট অফ এ্যাডভান্সড নার্সিং এডুকেশন এ্যান্ড রিসার্চ এবং টাঙ্গাইল জেলার মির্জাপুরের কুমুদিনী পোস্ট গ্রাজুয়েট এ্যান্ড নার্সিং ইনস্টিটিউটে মাস্টার্স অব সাইন্স ইন নার্সিং প্রোগ্রামে ভর্তির জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। দু’টি প্রতিষ্ঠানে মাস্টার্স অব সাইন্স ইন নার্সিং কোর্সের আসন সংখ্যা হল ৮০ এবং পরীক্ষার্থীর মোট সংখ্যা ছিল ৫৯১ জন।