বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক শহীদুল্লাহ শিকদার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘অধ্যাপক শহীদুল্লাহ চর্ম রোগ বিভাগের চেয়ারম্যান ও সাবেক উপ-উপাচার্য।’ ‘শহীদুল্লাহর বিভাগটি জীবানুমুক্ত করা হয়েছে এবং তার সংস্পর্শে আসা অন্যদের কোয়ারেন্টাইন করা হয়েছে,’ যোগ করেন তিনি। বিএসএমএমইউ’র একাধিক চিকিৎসক জানান, শহীদুল্লাহ বৃহস্পতিবারও ক্যাম্পাসে ছিলেন এবং তার সহকর্মীদের মধ্যে মাস্ক বিতরণ করেছেন।
প্রসঙ্গত, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে একজনের মৃত্যু এবং ১১২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে এবং আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩৩০ জনে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/শারমিন আক্তার