বিএসসি ও আরএসআরএমের লেনদেন বন্ধ কাল

পুঁজিবাজারে তালিকাভু্ক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এবং আরএসআরএম স্টিল লিমিটেডের লেনদেন বন্ধ থাকবে আগামীকাল বুধবার ২৪ জানুয়ারি । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকৌশল খাতের কোম্পানি আরএসআরএম স্টিলের বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট আগামীকাল ২৪ জানুয়ারি। এ কারণে লেনদেন বন্ধ রাখবে কোম্পানিটি।

অন্যদিকে, আগামীকাল বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন বন্ধ রাখবে কোম্পানিটি।

উল্লেখ, আগামী বৃহস্পতিবার ২৫ জানুয়ারি এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

আজকের বাজার:এসএস/২৩জানুয়ারি ২০১৮