রাজধানীর দৈনিক বাংলা মোড়ে অবস্থিত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) নিজস্ব জমিতে নবনির্মিত ২৫ তলা বাণিজ্যিক ভবন ‘বিএসসি টাওয়ার’ আজ শনিবার উদ্বোধন করা হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাওয়ারের উদ্বোধন করার কথা রয়েছে।
দশ কাঠার অধিক পরিমাণ জমিতে ভূমিকম্প সহনীয় ২৫তলা অফিস-কাম-বাণিজ্যিক ভবন নির্মাণে বিএসসির নিজস্ব তহবিল থেকে ৬৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয় হয়েছে। টাওয়ারে ২৫টি ফ্লোরে আনুমানিক ১ লাখ ২৯ হাজার বর্গফুট স্পেস রয়েছে।
গাড়ি পার্কিংয়ের জন্য তিনটি বেজমেন্টসহ পাঁচটি ফ্লোর, গাড়ি উঠানামার জন্য দুইটি কার লিফট, একটি পৃথক ফায়ারম্যান লিফট, উচ্চ গতিসম্পন্ন তিনটি প্যাসেঞ্জার লিফট, দু’টি প্রশস্ত সিঁড়ি ও একটি র্যাম্প রয়েছে। প্রতি ফ্লোরে ভাড়াযোগ্য অফিস স্পেস রয়েছে ৪ হাজার বর্গফুট।
গত বুধবার পাঠানো তথ্য বিবরণীতে বলা হয়, বিএসসির নিজস্ব ভবন নির্মাণের জন্য ১৯৭৩ সালে তৎকালীন ডিআইটি থেকে বর্তমানে দৈনিক বাংলা মোড়ে প্লটটি বরাদ্দ পাওয়া যায়। তবে পরিকল্পনা করেও এ জমিতে ভবন নির্মাণ সম্ভব হয়নি। নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খানের নিজস্ব উদ্যোগ ও বিএসসির প্রস্তাব অনুযায়ী সংস্থার আয় বৃদ্ধির জন্য ঢাকায় আধুনিকমানের বিএসসির আঞ্চলিক অফিস-কাম-বাণিজ্যিক ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়।
সে অনুযায়ী নৌপরিবহণ মন্ত্রী ২০১১ সালের ২৭ জুলাই ভবনটির নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং ভবন নির্মাণাধীন অবস্থায় ২০১৩ সালের ৯ অক্টোবর চতুর্থ তলায় বিএসসি’র আঞ্চলিক অফিসের উদ্বোধন করেন।
গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তর টাওয়ারটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে।