প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারিতে কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বরাদ্দ পাওয়া শেয়ার গত ৯ জুন রবিবার সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে জমা করা হয়েছে।
সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল কপারটেক ইন্ডাস্ট্রিজের আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয়। সেই লাটারির ড্রতে পাওয়া শেয়ার সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। গত ৩১ মার্চ আইপিও শুরু হয় শেষ হয় ৯ এপ্রিল।
উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৭০তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদিত হয়।
আজকের বাজার/মিথিলা