বিওতে গেছে বিডি ফাইন্যান্সের লভ্যাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্সের লিমিটেডের সমাপ্ত হিসাব বছরের বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও একাউন্টে জমা করেছে।

সিডিবিএল সূত্রে এ তথ্য জানা যায়,

প্রতিষ্ঠানটি আজ সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও একাউন্টে পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।

আলোচ্য সময়ে কোম্পানরি সমন্বতি শয়োরপ্রতি আয় (ইপএিস) দাঁড়য়িছেে ১ টাকা ৮৫ পয়সা। কোম্পানরি কনসলডিটেডে শয়োরপ্রতি নটি সম্পদ মূল্য (এনএভ) দাঁড়য়িছেে ১৬ টাকা ৭৭ পয়সা।

আজকের বাজার/মিথিলা