বিও’তে গেছে শাহজিবাজারের লভ্যাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বন্টন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮, সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ ১৭ ফেব্রুয়ারী প্রতিষ্ঠানটি ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের বিও একাউন্টে পাঠিয়েছে বলে জানিয়েছে ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১০ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৫ টাকা ৫০ পয়সা। ৩০ জুন ২০১৮ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৩২ টাকা ৯৫ পয়সা। যা আগের বছরের একই সময় ছিল ৩৪ টাকা ৪৯ পয়সা।

 

আজকের বাজার/মিথিলা