বিও অ্যাকাউন্ট বেড়েছে ১৯ হাজার

জানুয়ারির ১৫ দিনে নতুন করে ১৯ হাজার বিনিয়োগকারী বিও অ্যাকাউন্ট খুলেছে। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা দাড়িয়েছে ২৭ লাখ ৪০ হাজার ৮২৪টিতে। যা ডিসেম্বরর শেষ দিন ছিল ২৭ লাখ ২১ হাজার ৫২৬টিতে। অর্থাৎ ১৫ দিনে বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা বেড়েছে ১৯ হাজার ২৯৮টি।

জানা যায়, ২৭ লাখ ৪০ হাজার ২৯৮টি বিও অ্যাকাউন্টের মধ্যে পুরুষ অ্যাকাউন্টের সংখ্যা রয়েছে ২০ লাখ ১ হাজার ৯৪২টি। যা ডিসেম্বর মাসের শেষ দিন ছিলো ১৯ লাখ ৮৮ হাজার ৪২৯টিতে। অর্থাৎ এ সময়ে পুরুষ বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা বেড়েছে ১৩ হাজার ৫১৩টি।

এদিকে, নারী অ্যাকাউন্টধারীর সংখ্যা ৫ হাজার ৭১৫টি বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ২৭ হাজার ৫৪টিতে। ডিসেম্বরের শেষ দিন নারী অ্যাকাউন্টধারীর সংখ্যা ছিলো ৭ লাখ ২১ হাজার ৩৩৯টি।

আর এই দিনগুলোতে নতুন করে ২ হাজার ৮২২টি বিও অ্যাকাউন্ট করেছে  প্রবাসী বিনিয়োগকারীরা । এ সময়ে প্রবাসীদের বিও দাড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ২১১টিতে। যা ডিসেম্বরের শেষ দিন ছিল ১ লাখ ৫৫ হাজার ৩৮৯টিতে।

আজকের বাজার:এসএস/১৭জানুয়ারি ২০১৮