বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন টিকে রাখতে হলে টাইগারদের জয়ের বিকল্প নেই। জয়ের টার্গেট নিয়েই আজ তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
সাউদাম্পটনের রোজ বোলে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।
ভারতের বিপক্ষে শেষ ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছে নরশিদ-নবীরা। ম্যাচের শেষ ওভারে মোহাম্মদ শামির হ্যাটট্রিকে জয় নিশ্চিত করে ভারত। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে মাত্র ১১ রানে হেরেছে আফগানিস্তান।
তাই আফগানদের বিপক্ষে সতর্ক অবস্থানে মাশরাফী বাহিনী। বিশেষ করে তাদের বৈচিত্র্যময় স্পিন কাল হতে পারে টাইগারদের জন্য।
এখন পর্যন্ত দুদল একদিনের ম্যাচে ৭ বার মুখোমুখি হয়েছে। বাংলাদেশের জয় চারটিতে আর আফগানরা জিতেছে তিন ম্যাচে।
২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে সর্বশেষ আফগানদের মুখোমুখি হয় টাইগাররা। ২০ সেপ্টেম্বর শেখ জায়েদ স্টেডিয়ামে ওই ম্যাচে হেরেছিল বাংলাদেশ। আফগানদের জয়ে স্পিনার রশিদ খান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তবে আগের তুলনায় বর্তমানে বাংলাদেশ দল অনেক আত্মবিশ্বাসী। এবারের বিশ্বকাপে ৬ ম্যাচে টাইগারদের জয় দুটিতে। প্রথম জয় ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরের জয়টি আসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অন্যদিকে ৬ ম্যাচের একটিতেও জয় পায়নি আফগানরা।
আফগানিস্তানের পর ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
আজকের বাজার/এমএইচ