বিকালে কিউদের মুখোমুখি হচ্ছে পাকিস্তান

টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে আজ এই আসরের সবচেয়ে অননুমেয় দল পাকিস্তান। বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।

আজকের ম্যাচে জয় পেলেইর সেমির টিকিট নিশ্চিত হয়ে যাবে কিউইদের। ইতিমধ্যে ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দারুণ স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে তারা। নেট রানরেট ভালো থাকায় বাকি তিন ম্যাচে হারলেও সেমিতে চলে যেতে পারে নিউ জিল্যান্ড।

অন্যদিকে ছয় ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে থাকা পাকিস্তানের জন্য বাকি তিন ম্যাচই বাঁচা-মরার লড়াই। সেমির আশা বাঁচিয়ে রাখতে জয়ের কোনো বিকল্প নেই তাদের সামনে।

অন্য সব ম্যাচের ফল অনুকূলে না থাকলে নিজেদের শেষ তিন ম্যাচ জিতেও হয়তো শেষ রক্ষা হবে না পাকিস্তানের। এখন অবশ্য খুব বেশি দূরে তাকানোর সুযোগ নেই সরফরাজদের। বিশ্বকাপে টিকে থাকতে সবার আগে নিউ জিল্যান্ডের অপরাজেয় যাত্রায় ছেদ টানতে হবে তাদের।

আজকের বাজার/এমএইচ