আদালতের নির্দেশ অনুযায়ী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে শনিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন আহমেদ জানান, বিকাল ৩টার দিকে খালেদা জিয়াকে কারাগার থেকে হাসপাতালে নেয়া হবে।
এর আগে সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপারিনটেনডেন্ট ইকবাল কবীর খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন।
গত বৃহস্পতিবার খালেদা জিয়াকে অবিলম্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং তার চিকিৎসায় নতুন করে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করতে সরকারকে নির্দেশ দেয় হাইকোর্ট।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণা থেকে তিনি পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে একমাত্র বন্দী হিসেবে রয়েছেন।
গত ১৬ সেপ্টেম্বর কারাবন্দি খালেদার জন্য মেডিকেল বোর্ড গঠন করে সরকার। বোর্ড ‘গুরুতর কোনো রোগের লক্ষণ’ না পেলেও খালেদাকে বিএসএমএমইউর মতো হাসপাতালে ভর্তি সুপারিশ করে।
অসুস্থতার কারণে খালেদা জিয়াকে গত ৭ এপ্রিল বিএসএমএমইউতে নিয়ে কিছু শারীরিক পরীক্ষা করা হয়।
বিএনপি খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তির দাবি জানিয়ে আসছে।
আজকের বাজার/এমএইচ