বিমসটেকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে যোগ দিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিন দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন।বিকাল ৪টা ২০ মিনিটে একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন অজিত দোভাল।
বিমসটেকের বৈঠকের জন্য এলেও অজিত দোভাল ঢাকায় দ্বিপক্ষীয় আলোচনা করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমদ সিদ্দিকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমসটেক অনুবিভাগের এক কর্মকর্তা বলেন, বিমসটেকভুক্ত সব দেশের নিরাপত্তা উপদেষ্টারা এক সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল পৃথকভাবেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন। তবে এখনও পর্যন্ত কর্মসূচি চূড়ান্ত হয়নি।
আজকের বাজার/আরজেড