মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আজ সোমবার বঙ্গভবনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে যাবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।
এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি, মন্ত্রিপরিষদ সদস্য, আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, বিচারপতিগণ, বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা, মুক্তিযুদ্ধে অংশ নেয়া বিদেশি মুক্তিযোদ্ধাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।
আজকের বাজার/এমএইচ