বিকাশ পরিবেশকদের স্বয়ংক্রিয় পেমেন্ট সুবিধা দেবে সাউথইস্ট ব্যাংক

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের করপোরেট পেমেন্ট মডিউলের মাধ্যমে এখন থেকে দেশব্যাপী ডিস্ট্রিবিউটরদেরকে স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট দেবে বিকাশ। বুধবার রাজধানীতে বিকাশের প্রধান কার্যালয়ে এ লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক লিমিটেড ও বিকাশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিকাশের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী আজিজুর রহমান এই চুক্তি বিনিময় করেন। অনুষ্ঠানে বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এম কামাল হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান