কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আজ সাক্ষাৎ করবেন তার পরিবারের আত্মীয়-স্বজনরা।
শনিবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের স্বজনরা দেখা করবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।
দিদার জানান, এর আগে গত ২৪ নভেম্বর সাক্ষাতের অনুমতি চেয়ে আবেদন করলেও ওই সময় তাদেরকে দেখা করা অনুমতি দেওয়া হয়নি।
গত ২৪ নভেম্বর কারা মহাপরিদর্শক ও কেন্দ্রীয় কারাগারের জেল সুপার বরাবর এ আবেদন করেন খালেদা জিয়ার আত্মীয়-স্বজনরা।
সাক্ষাৎ প্রার্থীরা হলেন: বোন সেলিমা ইসলাম, ভগ্নিপতি রফিকুল ইসলাম, ভাই শামীম ইস্কান্দার, ভাবী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাগ্নি শাহিনা জামান খান।
সর্বশেষ গত ১৩ নভেম্বর খালেদা জিয়ার পরিবারের কয়েকজন আত্মীয়-স্বজন তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
আজকের বাজার/এমএইচ