বিকেলে ছাত্রদলের সমাবেশে যোগ দিবেন খালেদা

বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার ০২ জানুয়ারি দুপুর ২টায় গুলশানের বাস ভবন ‘ফিরোজা’ থেকে ছাত্র সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে ছাত্র সমাবেশের আয়োজন করেছে ছাত্রদল।

সদস্য শামসুদ্দিন দিদার জানান, ছাত্র সমাবেশে যোগ দিতে খালেদা জিয়া দুপুর ২টায় গুলশানের বাস ভবন ‘ফিরোজা’ থেকে যাত্রা শুরু করবেন।

এছাড়া ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১ জানুয়ারি বিকেলে সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান সমাধিতে ফুলে দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজকের বাজার: আরআর/ ০২ জানুয়ারি ২০১৮