বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বাজার সংশ্লিস্ট ৫ সংগঠনের সাথে জরুরি বৈঠক করবে। আজ বিকেল সাড়ে ৩টায় ডিএসই কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সংগঠনগুলো হচ্ছে- লিস্টেড কোম্পানি অ্যাসোসিয়েশন, লিজিং কোম্পানি অ্যাসোসিয়েশন, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ও মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন।
জানা গেছে, দেশের পুঁজিবাজারে ধারাবাহিক দরপতন অব্যাহত রয়েছে। বড় পতনে প্রতিদিনই বিনিয়োগকারীরা পুঁজি হারাচ্ছে। তাই বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করবে সংগঠনগুলো।
বৈঠকে বজারের বড় পতন রক্ষা করতে ইতিবাচক পদক্ষেপ নিয়ে ডিএসইর সাথে আলোচনা করবে সংগঠনগুলো।
বৈঠকে ডিএসইর পরিচালনা পর্ষদ ও ৫ সংগঠনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
আরএম/