দেশের চলমান রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা করতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন দু’দিনের সফরে আজ শুক্রবার ঢাকায় আসছেন। এর মাধ্যমে প্রায় ১০ বছর পর যুক্তরাজ্যের কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন।
এর আগে ২০০৮ সালে যুক্তরাজ্যের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড বাংলাদেশ সফর করেছিলেন। বাংলাদেশ সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া বরিস জনসন রোহিঙ্গা শিবির পরিদর্শনের লক্ষ্যে কক্সবাজার সফর করবেন। তারপর তিনি মিয়ানমার সফরে যাবেন বলে ঢাকায় কূটনৈতিক সূত্রে জানা গেছে।
এ বিষয়ে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, শুক্রবার বিকালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ঢাকায় পৌঁছবেন। শুক্রবারই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে পৃথক বৈঠক করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন বরিস জনসন। তারপর তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।