বিকেলে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্ব্তের কারণে সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার বিকেলে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার, ১৩ মার্চ বিকেল ৫টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

এদিন সকালে সিঙ্গাপুরের বোটানিক্যাল গার্ডেনের ন্যাশনাল অর্কিড গার্ডেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি অর্কিডের নামকরণ করা হয়। নামকরণ অনুষ্ঠান শেষে বোটানিক্যাল গার্ডেন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

এরপর সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল পৌনে ১০টায় হোটেল সাংরিলার টাওয়ার বলরুমে বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস ফোরামের বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী।

সোমবার (১২ মার্চ) রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছিলেন, নেপালে বাংলাদেশি প্লেন দুর্ঘটনার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করেছেন।

আরএম/