সদ্য শেষ করা ইতালি সফরের বিভিন্ন বিষয় জানাতে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, ইফাদ’র পরিচালনা পর্ষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে গেলো ১১ই ফেব্রুয়ারি সকালে রোমের উদ্দেশে রওনা হন তিনি।
ইফাদ’র প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুনগবোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী পরিচালনা পর্ষদের ৪১তম বার্ষিক অধিবেশনে যোগ দেন। এসময়, পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ভ্যাটিকান সিটিও সফর করেন তিনি।
১৩ই ফেব্রুয়ারি সকালে রোমে ইফাদ’র সদর দপ্তরে পরিচালনা পর্ষদের বৈঠকের উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রী। যুব উন্নয়ন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে তাঁর সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন শেখ হাসিনা।
আরএম/