ঈদের আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির বিষয়টি অনিশ্চিত হয়ে যাওয়ায় বিকেলে এ বিষয়ে বৈঠকে বসতে যাচ্ছেন দলটির সিনিয়র নেতারা।
শুক্রবার (০১ জুন) বিকাল সাড়ে ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।
বিএনপির স্থানী কমিটির অপর এক সিনিয়র নেতা জানান, লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৈঠকের আয়োজন হচ্ছে। এতে স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেবেন।
জানা গেছে, বৈঠকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি ও নির্বাচনপূর্ব জাতীয় ঐক্যের বিষয়ে আলোচনা হবে।
এ ছাড়া আগামী ৩০ জুলাই বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও বিএনপি নেতারা সিদ্ধান্তে উপনীত হবেন।
আজকেরে বাজার/ এমএইচ