জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘিরে আজ বুধবার সংবাদ সম্মেলনের পরই জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বিকেল ৫টায় চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান অর্থসূচককে এ তথ্য জানান। তিনি জানান, সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কথা বলবেন।
এর পরই জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া। গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। রায় নেতিবাচক হলে তার অনুপস্থিতিতে দল কীভাবে চলবে সে ব্যাপারে দিকনির্দেশনা দিতে পারেন তিনি।
ধারণা করা হচ্ছে, আগামীকাল ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা ও একে কেন্দ্র করে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েই সংবাদ সম্মেলনে কথা বলবেন খালেদা। এ রায়কে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরের পর থেকেই রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। যানবাহন ও যাত্রীদের তল্লাশি করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, রায় ঘোষণাকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আইজিপি জাবেদ পাটোয়ারী।
ক্ষমতাসীন দলের নেতারাও সারাদিন বিভিন্ন বক্তব্য দিয়েছেন। রায়ের দিন রাজধানীতে সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বিএনপি নেতা রিজভী দাবি করেছেন, রায় সরকার লিখে দিয়েছে। এর প্রস্তুতি হিসেবেই পুলিশ এমন নির্দেশনা জারি করেছে। ওই রায়কে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় ও সারাদেশের বিভিন্ন পর্যায়ের এক হাজারেরও বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।