বিকেলে সিলেটে যাচ্ছেন ঐক্যফ্রন্টের নেতারা

সিলেটে জাতীয় ঐক্যফ্রণ্টের জনসভাকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি। তাই জনসভার প্রস্তুতি কাজ সমন্বয় করতে বিকেলে সিলেট যাচ্ছেন ঐক্যফ্রন্টের নেতারা।

এদিকে, সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ সুলতান মোহাম্মদ মনসুর ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

এছাড়া মঙ্গলবার বিকেলে একটি ফ্লাইটে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, নির্বাহী সভাপতি সুব্রত রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু সিলেট যাবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন গণফোরামের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক রঠিকুল ইসলাম পথিক।

আজ মঙ্গলবার সকালে এ দুই নেতার সিলেট পৌঁছার কথা রয়েছে। আগামীকাল বুধবার সিলেট রেজিস্ট্রার মাঠে জনসভাকে সামনে রেখে প্রস্তুতি সমন্বয় করতেই তার সিলেট যাবেন।

আজকের বাজার/এমএইচ