বিকেলে ২ কোম্পানির পর্ষদ সভা

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি দুইটি হচ্ছে- একমি ল্যাবরেটরিজ ও নর্দার্ণ ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

সূত্র মতে, সভায় কোম্পানির ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

কোম্পানিটি ২০১৭ সালে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

অন্যদিকে নর্দার্ণ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানির ৩০ সেপ্টেম্বর, ২০১৮ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।