কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে ত্রাণ সামগ্রী খোলাবাজারে কম দামে বিক্রি প্রসঙ্গে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া বলেন, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার।
রোববার দুপুরে চাঁদপুরে জেলা আইন শৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।
এ সময় তিনি বলেন, 'রোহিঙ্গাদের নিয়ে আমাদের প্রধানমন্ত্রীর কথা হচ্ছে তাদেরকে মানবিক কারণে সহায়তা দেওয়া হয়েছে।'
খোলাবাজারে ত্রাণ বিক্রির বিষয় জানতে চাইলে মন্ত্রী বলেন, 'তারা যে খোলাবাজারে ত্রাণ বিক্রি করেছে এধরণের কোনো খবর আমাদের কাছে নেই। এই বিষয়ে তদারকি করে যদি পর্যাপ্ত হয় তাহলে ত্রাণের পরিমান কমিয়ে দেব।'
আজকের বাজার: সালি / ১০ ডিসেম্বর ২০১৭