কিংবদন্তী গায়ক কিশোর কুমারের পৈতৃক বাড়ি বিক্রি হলো। খাণ্ডোয়ারই এক ব্যবসায়ী বাড়িটি কিনে নিয়েছেন। বাড়িটি কুমারের দাদা আরেক কিংবদন্তী নায়ক অশোক কুমার ও অনুপ কুমারের ছিলেন।
১৯২৯ সালে কিশোর কুমার মধ্যপ্রদেশের খাণ্ডোয়াতে এক মধ্যবিত্ত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা কুঞ্জলাল গাঙ্গুলি ছিলেন একজন আইনজীবী। মায়ের নাম গৌরী দেবী। চার ভাই বোনের মধ্যে কিশোর ছিলেন সর্বকনিষ্ঠ।
শুধু কিশোর কুমার নন, তার বড় দাদা তথা প্রয়াত অপর কিংবদন্তি নায়ক অশোক কুমারের শৈশব কেটেছে খাণ্ডোয়ার এ গাঙ্গুলি হাউসে। বলিউডের সফল অভিনেতা ছিলেন তিনি। পরিচিত ছিলেন দাদামনি নামেই। এছাড়া এ বাড়িতেই শৈশব কেটেছে কিশোর কুমারের আরেক দাদা অভিনেতা অনুপ কুমারের।
ভারতের মধ্যপ্রদেশের খাণ্ডোয়াতে কিশোর কুমারের পৈতৃক বাড়িটি ‘গাঙ্গুলি ভবন’ এর আগে স্থানীয় পৌরসভা ভেঙে ফেলার নোটিশ দিয়েছিল। কিন্তু বিষয়টি নিয়ে বিতর্ক ওঠায় পরে বাড়িটি সংরক্ষণ করা হবে বলে জানানো হয়।
আজকের বাজার/আরআইএস