পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে প্রত্যেক ব্যাংকের ২০০ কোটি টাকা বিনিয়োগের খবরে বাড়তে শুরু করেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এরই ধারাবাহিকতায় আজ হল্টেড হয়েছে ২ কোম্পানি। বিনিয়োগকারীদের ক্রয় প্রবণতায় বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে এসব কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুটি হলো -অ্যাপেক্স স্পিনিং মিলস লিমিটেড এবং অ্যাপেক্স ফুডস লিমিটেড।
জানা যায়, রোববার (৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ১৫ মিনটের মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে অ্যাপেক্স স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
সূত্র মতে, আজ বেলা ১০টা ৪৬মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে ১ লাখ ৫ হাজার ৯৯০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ১১৫ টাকা ৯০ পয়সা।
অপরদিকে, লেনদেনের সোয়া এক ঘন্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে অ্যাপেক্স ফুডস লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
সূত্র মতে, আজ বেলা ১১টা ১৫মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে ৫৩ হাজার ২৪৩টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ১২৫ টাকা ৪০ পয়সা।
আজকের বাজার/এ.এ