চিলি সংবিধান সংশোধনের উদ্যোগ নিচ্ছে। রোববার মধ্য-ডান ও ডানপন্থী জোট দলগুলোর সঙ্গে বৈঠক শেষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গঞ্জালো ব্লুমেল এ ঘোষণা দেন।
নতুন এ সংবিধান সাবেক স্বৈরশাসক অগাস্তো পিনোচেটের শাসনামলের সংবিধানের স্থলাভিষিক্ত হবে। যুক্তরাষ্ট্রের সমর্থনে পিনোচেট ১৯৭৩ সাল থেকে ১৯৯০ পর্যন্ত চিলিতে লৌহ শাসন জারি রাখেন।
এদিকে গত তিন সপ্তাহ ধরে দেশটিতে বিক্ষোভকারীরা যেসব দাবিতে আন্দোলন চালিয়ে আসছে এটি তার অন্যতম।
নতুন সংবিধানের খসড়া তৈরি করবে একটি সাংবিধানিক পরিষদ। এরপর এটি গণভোটের মাধ্যমে অনুমোদন করা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।
ব্যস্ত সময়ে মেট্রো ভাড়া বাড়ানোর প্রতিবাদে দেশটিতে গত ১৮ অক্টোবর বিক্ষোভ শুরু হয়। এক পর্যায়ে তারা সংবিধান সংশোধনের দাবি জানাতে থাকে। এ মাসের প্রথমদিকে চালানো জনমত জরিপে দেখা গেছে ৮৭ শতাংশ চিলিবাসী সংবিধান সংশোধনের পক্ষে রয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান