জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস সুদানের রাজধানী খার্তুম ও অন্যান্য শহরে সহিংস বিক্ষোভ চলাকালে নিহতের ঘটনা তদন্তের জন্য শুক্রবার দেশটির কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
খবর এএফপি’র।
সুদান সরকার জানিয়েছে, সরকারের রুটির দাম বাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে ১৯ ডিসেম্বর থেকে বিক্ষোভ চলাকালে অন্তত ১৯ জন নিহত হয়েছে।
গুতেরেস ‘এই মৃত্যু ও সহিংসতার একটি সার্বিক তদন্তের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সকলের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।’
জাতিসংঘ মহাসচিব সুদানে সর্বশেষ পরিস্থিতিতে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন।
তিনি ‘মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ করতে দেয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।’
প্রত্যক্ষদর্শীরা জানান, সুদান পুলিশ রাজধানী খার্তুম ও নীলনদ তীরবর্তী শহর ওমদুরমানসহ বেশ কয়েকটি শহরে শুক্রবার জুম্মার নামাজের পর মুসুল্লিদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এসময় তারা বিক্ষোভ করছিল।