বিক্ষোভে ইন্ধনের অভিযোগ,ইরানের সাবেক প্রেসিডেন্ট  গ্রেফতার

সরকার বিরোধী বিক্ষোভে উসকানি দেয়ার অভিযোগে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে  গ্রেফতার করেছে দেশটির পুলিশ।  আল-কুদস আল-আরাবি পত্রিকার বরাতে ডেইলি মেইল জানায়, গেলো মাসের ২৮ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। তারা বলছে, এসময় আহমাদিনেজাদ পশ্চিমাঞ্চলীয় বুশেহের শহরে অবস্থান করছিলেন। মাহমুদ আহমাদিনেজাদকে উদ্ধৃত করে ওই পত্রিকাটি জানায়, বর্তমান নেতৃত্ব মানুষের সমস্যা ও উদ্বেগ থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে।

বাস্তবতা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। ইরান দুর্ব্যবস্থাপনারও শিকার বলে এসময় তিনি মন্তব্য করেছেন বলেও জানায় আল-কুদস আল-আরাবি।

এদিকে আহমাদিনেজাদকে গৃহবন্দি করে কোথায় রাখা যায় সেটা নিশ্চিত করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। এজন্য সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অনুমোদনের অপেক্ষায় আছে দেশটির সরকার।

সরকার বিরোধী চলমান বিক্ষোভে এ পর্যন্ত ২১ জন নিহত হয়েছেন। আর আটক করা হয়েছে কয়েকশ মানুষকে।

আজকের বাজার:এসএস/৮জানুয়ারি ২০১৮