বাংলাদেশে বিশ্ব বিখ্যাত ভেসপা এবং এপ্রিলিয়া মোটরসাইকেলের একমাত্র মনোনীত এবং অনুমোদিত ডিলার রানার অটোমোবাইলস লিমিটেড। এই ঈদে রানার অটোমোবাইলস লিমিটেড এর শো শোরুম থেকে আপনার পছন্দসই ভেসপা বা এপ্রিলিয়া মোটরসাইকেলটি কিনলে পাওয়া যাবে নগদ ১১.০০০ হাজার টাকা ক্যাশব্যাক, এর বাইরে চারটি বিনামূল্যে সার্ভিসিং এবং দুই বছরের অফিশিয়াল ওয়ারেন্টি ও পাবেন গ্রাহকরা। বিক্রয়ত্তসেবা সহ ভেসপা এবং এপ্রিলিয়া মোটরসাইকেলের আসল যন্ত্রাংশ গ্রাহকের হাতের নাগালের মধ্যে নিয়ে এসেছে রানার অটোমোবাইলস লিমিটেড।
রানার অটোমোবাইলস লিমিটেড বাংলাদেশের ভেসপা এবং এপ্রিলিয়া মোটরসাইকেলের একমাত্র পরিবেশক। রানার থেকে ভেসপা এবং এপ্রিলিয়া মোটরসাইকেলগুলি কিনে গ্রাহকরা উপভোগ করতে পারবেন আসল অভিজ্ঞতা।