বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকায় আধিপত্য বিস্তার করেছে মিউচ্যুয়াল ফান্ড। টপটেন তালিকার ১০টির মধ্যে ৯টিই রয়েছে মিউচ্যুয়াল ফান্ড খাতের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, তালিকার শীর্ষে অবস্থান করছে ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। এই ফান্ডের ১৭.৯৮ শতাংশ দর কমেছে। গড়ে প্রতিদিন ফান্ডটির ৯৮ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে ফান্ডটির মোট ৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এ ফান্ডের প্রতিটি শেয়ারের দর কমেছে ১৭ দশমিক ২৪ শতাংশ। গড়ে প্রতিদিন ফান্ডটির প্রায় ২৪ লাখ ২৮ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট এক কোটি ২১ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। এ ফান্ডের প্রতিটি শেয়ারের দর কমেছে ১৬ দশমিক ৯৫ শতাংশ।
এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, শ্যামপুর সুগার মিলস, আইএফসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।