বিগ আইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

In this photo provided by Janice Wei, an ash plume rises above the Kilauea volcano on Hawaii's Big Island on May 3, 2018. Up to 10,000 people have been asked to leave their homes on Hawaii's Big Island following the eruption of the Kilauea volcano that came after a series of recent earthquakes. / AFP PHOTO / Handout / Janice Wei / RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO /HANDOUT/ Janice Wei- NO MARKETING NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS

মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের বিগ আইল্যান্ডে শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৯। ভূমিকম্পটির প্রভাবে সেখানে নতুন করে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এতে পার্শ্ববর্তী আবাসিক এলাকাগুলো হুমকির মুখে পড়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে।

সংস্থাটি জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৩২ মিনিটে ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল কিলাউয়েয়া আগ্নেয়গিরির দক্ষিণ প্রান্তে।

দ্বীপটিতে একের পর এক ভূমিকম্প আঘাত হানায় সেখানে বৃহস্পতিবার আগ্নেয়গিরি থেকে প্রথম অগ্ন্যুৎপাত শুরু হয়।

এস/