সালমান খানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’। এই শো নিয়ে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। এবারের আসরেও উপস্থাপক হিসেবে থাকবেন সালমান।
শো-এর শুরুতে সালমান খান প্রথমে লকডাউনের ক্রান্তিলগ্ন নিয়ে আলোচনা করবেন। শেষে পরিচয় করিয়ে দেবেন আগের সিজনের বিজয়ী প্রতিযোগীদের সঙ্গে। দর্শকদের জন্য থাকছে বর্তমান প্রতিযোগীদের নিয়ে কিছু নতুন চমক।
সিজন-১৪ এর প্রতিযোগীরা হচ্ছেন অভিনব শুক্লা, আইজাজ খান, রাহুল বৈদ্য, পবিত্রা পুনিয়া, জেসমিন ভাসিন, নিক্কি তাম্বোলি, শেহজাদ দেওল, জান কুমার সানু, রুবিনা দিলাইক, নিশান্ত সিং মালকানি, সারা গুরুপাল তুফানি, সিনিয়র হিনা খান, সিদ্ধার্থ শুক্লাক এবং গওহর খান।‘বিগ বস’ অনুষ্ঠানটি প্রচারিত হবে কালার্স টিভিতে। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান