পূর্ণাঙ্গ বেঞ্চ না থাকায় অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেটের বিষয়ে ২রা জানুয়ারি আদেশ দেবেন আপিল বিভাগ। বুধবার ১৩ ডিসেম্বর সকালে দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।
৫ সদস্যের আপিল বেঞ্চে ব্যক্তিগত কারণে উপস্থিত ছিলেন না বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এ সময় দায়িত্বরত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে বলেন, আজকে তো একজন বিচারপতি নেই। এটা তো (আদেশ) ফুল বেঞ্চে হতে হবে। তাই আদেশের জন্য আগামী ২ জানুয়ারি দিন নির্ধারণ করা হলো।
গত সোমবার অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি সংক্রান্ত গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়। ২৪ পৃষ্ঠার এই গেজেট আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশের আলোকে বিচারকদের এই গেজেট প্রকাশ করা হয়।
৩২ বার সরকার সুপ্রিম কোর্টের কাছ থেকে এই গেজেট প্রকাশে সময় নিয়েছে। সবশেষ ১৩ই ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয় আপিল বিভাগ। সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী বিচারকদের শৃঙ্খলাবিধি সংক্রান্ত গেজেট প্রকাশে সরকারকে ২০১২ সালে নির্দেশ দেয় আপিল বিভাগ। ২০০৭ সালের ২রা ডিসেম্বর মাজদার হোসেন মামলার রায়ে ১২ দফা নির্দেশনা দেওয়া হয়।
আজকের বাজার:এলকে/১৩ ডিসেম্বর ২০১৭