বিচারকদের শৃঙ্খলাবিধি: আপিল বিভাগের আদেশ বুধবার

নিম্ন আদালতের বিচারকদের চাকরি ও শৃঙ্খলা বিধিমালার প্রকাশিত গেজেট বিষয়ে আজ বুধবার আদেশ দেবে আপিল বিভাগ।

গতকাল মঙ্গলবার ২ জানুয়ারি রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদেশের জন্য মামলাটি আপিল বিভাগের মঙ্গলবারের কার্যতালিকায় দুই নম্বরে ছিল।

রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরপক্ষে ছিলেন ব্যারিস্টার এম আমীরুল ইসলাম।

এর আগে ২০১৭ সালের ১৩ ডিসেম্বর শৃঙ্খলাবিধি নিয়ে আদেশের জন্য মঙ্গলবার (২ জানুয়ারি) দিন ধার্য করা হয়েছিল। তারও আগে ১১ ডিসেম্বর এ সংক্রান্ত গেজেট জারি করা হয়। বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণবিধির গেজেট প্রকাশে সরকারকে ১৩ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন আপিল বিভাগ।

প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় (বিচার বিভাগ পৃথকীকরণ) ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেয়া হয়।

ওই রায়ের ভিত্তিতে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। গত বছরের ৭ মে আইন মন্ত্রণালয় একটি খসড়া বিধি প্রস্তুত করে সুপ্রিমকোর্টে পাঠায়।

এরপর ২৮ আগস্ট শুনানিকালে আপিল বিভাগ খসড়ার বিষয়ে বলেন, শৃঙ্খলাবিধি সংক্রান্ত সরকারের খসড়াটি ছিল ১৯৮৫ সালে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার হুবহু অনুরূপ, যা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী।

এরপর সুপ্রিমকোর্ট একটি খসড়া বিধিমালা করে আইন মন্ত্রণালয়ে পাঠান। অবশেষে ১১ ডিসেম্বর এ সংক্রান্ত গেজেট জারি করা হয়।

আজকের বাজার:এলকে/ ৩ জানুয়ারি ২০১৮