বিচারপতিদের নিয়ে ফুলকোট সভা ডেকেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা। ৩ অক্টোবর মঙ্গলবার বেলা সোয়া দুইটায় এ সভা অনুষ্ঠিত হবে।
হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার আজিজুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে জাজেজ লাউঞ্জে সভাটি অনুষ্ঠিত হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
২ অক্টোবর সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহা অসুস্থতাজনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে এক মাসের ছুটি চান। প্রধান বিচারপতির এক মাসের ছুটির পর, সোমবার দিবাগত রাতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ আপিল বিভাগের ১ নম্বর বিচারকক্ষে কার্যক্রম শুরু করেন। সকাল ১০টা পর্যন্ত এই আদালতের কার্যক্রম চলে।
আজকের বাজার:এলকে/এলকে ৩ অক্টোবর ২০১৭