বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর বিরুদ্ধে অনৈতিকভাবে অর্থ লেনদেন করে রায় পাল্টে দেয়ার অভিযোগ এনেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ সিনিয়র আইনজীবীরা।
বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বিভাগে এ অভিযোগ আনা হয়।
অ্যাটর্নি জেনারেল বিচারপতির বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য প্রধান বিচারপতির কাছে আহ্বান জানান।
অ্যাটর্নি জেনারেলের সঙ্গে একমত পোষণ করে প্রাক্তন অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, ফিদা এম কামাল, জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদসহ সিনিয়র আইনজীবীরা বেআইনিভাবে রায় প্রদানকারী বেঞ্চের বিচারপতিদের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে অভিযোগ পাঠানোর জন্য পরামর্শ দেন।
প্রসঙ্গত, ন্যাশনাল ব্যাংকের ঋণ সংক্রান্ত মামলায় অবৈধভাবে আদেশ দেয়ার অভিযোগ তোলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আজকের বাজার/এমএইচ