অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের কাছ থেকে বিচ্ছিন্ন শিশুদের জন্য ৫০ হাজার ডলার অনুদান দিয়েছেন ট্রাম্পকন্যা ইভানকা ট্রাম্প।
টেক্সাসের প্রেস্টনউড ব্যাপিস্ট চার্চ কর্তৃপক্ষের হাতে এই অনুদান তুলে দেন তিনি। সেখানকার যাজক জ্যাক গ্রাহাম টুইটারে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সমালোচনার পর অভিবাসী শিশুদের তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ট্রাম্প। আদালতের পক্ষ থেকেও একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।
আরজেড/