মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বিজয় দিবস বক্সিং শোডাউন’ প্রতিযোগিতা। দেশের পেশাদার বক্সারদের নিয়ে আজ বিকেলে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সম্প্রতি বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মামুন আল মাহতাব স্বপ্নিল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান।
এক দিনের ১০ বাউটের বিজয় দিবস বক্সিং শোডাউনে দশের পুরুষ ও নারী বিভাগে ২০ জন বক্সার অংশ নেয়। (বাসস)