বিজিএমইএ’র নির্বাচন বাতিল করেছে সরকার

দেশের তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ’র আসন্ন নির্বাচন বাতিল করেছে সরকার। সেই সঙ্গে সংগঠনটির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।

বিজিএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ নাছির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন সোমবার বাণিজ্য মন্ত্রাণালয় এক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করা হয়েছে।বাণিজ্য মন্ত্রণালয় এক চিঠিতে বিজিএমইএ’র বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আগামী এক বছর বৃদ্ধি করেছে। ফলে বাতিল হয়েছে সংগঠনটির আসন্ন নির্বাচন।

এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর বিজিএমই’র ২০১৮-২০ মেয়াদে নির্বাচনের তফসিল ঘোষণা হয়। সে অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিল ৩০ জানুয়ারি। ৩৫ জন পরিচালক নির্বাচনে ভোট হওয়ার কথা ছিল ৭ মার্চ।

আজকের বাজার:এসএস/৩০জানুয়ারি ২০১৮