বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) মুচলেকায় ভুল থাকায় তা গ্রহণ করেনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে তা সংশোধন করে দাখিল করতে বলা হয়েছে।
আগামি সোমবার এ বিষয়ে আদেশ দিবে আদালত। প্রধান বিচার সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ বুধবার এ আদেশ দেয়।
এর আগে গত মঙ্গলবার অবৈধ ভবন ভাঙ্গার বিষয়ে বিজিএমইএর কাছে মুচলেকা চায় আদালত। সেই মেতাবেক আজ মুচলেকা দাখিল করে সংগঠনের আইনজীবী কামরুল হক সিদ্দিকী। বিজিএমইএর বোর্ড অব ডাইরেক্টরস এর পক্ষে দেওয়া মুচলেকায় বলা হয়, এক বছর সময় পেলে আর সময় চাওয়া হবে না।
আদালত বলে, ৯০ দিনের মধ্যে ভবন ভাঙ্গার নির্দেশ ছিলো। কতবার সময় পেয়েছেন কিন্তু ভবন ভাঙ্গতে পারেননি, তার কোনো কিছুই মুচলেকায় নেই। আর পরিচালনা পর্ষদ তো নির্দিষ্ট সময়ের পর পরিবর্তন হয়। অতএব, এসব বিষয়ে সুনির্দ্দিষ্ট অঙ্গীকার করতে হবে। এরপর আদালত সোমবার আদেশের জন্য দিন ধার্য করে দেয়।
উল্লেখ, এর আগে দুই দফায় এক বছর সময় পেলেও ভবন ভাঙ্গার বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারেনি বিজিএমইএ।
এস/