বিজিপির গুলিতে রোহিঙ্গা শিশু আহত

বান্দরবনের ঘুমধুম নোম্যান্স ল্যান্ডের রোহিঙ্গা ক্যাম্পে বিজিপির গুলিতে এক রোহিঙ্গা শিশু আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে বলে জানান ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ।

তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে কয়েকজন শিশু সীমান্তের কাঁটাতারের পাশের পাহাড়ে লাকড়ি আনতে যায়। তাদের দেখে মিয়ানমারের বিজিপির সদস্যরা এক রাউন্ড গুলি ছোড়ে। সেই গুলিতে আহত হয় আনসার আলী নামের এক রোহিঙ্গা শিশু।

সে মিয়ানমারের রাইমংখালী থানার তুমব্রু লেপ্ট ডেকুবুনিয়া জেলার মংডুর জমির আলীর সন্তান।

নোম্যান্স ল্যান্ডের আহত রোহিঙ্গা শিশু আনসার আলিকে চিকিৎসার জন্য কুতুপালং এম এস এফ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগেও নোম্যান্স ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গাদের উদ্দেশ্য করে বিজিপি গুলি ছোড়ে বলে জানান স্থানীয়রা।

আজকের বাজার/এমএইচ