ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে মিষ্টিমুখ করিয়েছে।
শনিবার পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ি সীমান্তের জয়েন্ট রিট্রিট সম্মেলন স্থলে বিএসএফ মিষ্টি বিতরণ করে।
ভারতীয় বাহিনীর পক্ষে ফুলবাড়ি বিএসএফের ডেপুটি কমান্ডার বিএল মিনা বিজিবির বাংলাবান্ধা বিওপির কমান্ডার আব্দুল মতিনের হাতে মিষ্টি তুলে দেন। এ সময় দুই বাহিনী নানা উপঢৌকন বিনিময় করে।
পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউস সুন্নাহ বলেন, আটটি জাতীয় দিবস ও অনুষ্ঠানে বিজিবি ও বিএসএফ মিষ্টি বিতরণ করে। ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিএসএফ মিষ্টি বিতরণ করেছে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ