বিজিবি’র অভিযানে ডিসেম্বরে ১৪৭ কোটি টাকা মূল্যের চোরাই পণ্যসামগ্রী জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত বছরের ডিসেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৪৭ কোটি ৮৪ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাই পণ্যসামগ্রী জব্দ করেছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৪ কেজি ১৯২ গ্রাম স্বর্ণ, ১০ কেজি ১২৫ গ্রাম রূপা, ১১ হাজার ৫২৩টি শাড়ি, ৯ হাজার ৬১৭টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ৮ হাজার ৩৮৭টি তৈরি পোশাক, ১০ হাজার ২০৪ মিটার থান কাপড়, ৭ লাখ ৮৯ হাজার ১৫২টি কসমেটিক্স সামগ্রী, ৪ হাজার ৭০২টি ইমিটেশন গহনা, ১৩ লাখ ৪২ হাজার ৬০৩টি আতশবাজি, ৬ হাজার ৭৮১ ঘনফুট কাঠ, ৬ হাজার ৩৬ কেজি চা পাতা, ২১ হাজার ৪৯০ কেজি সুপারি, ৩ লাখ ৯৫ হাজার ৩৯৫ কেজি চিনি, ১২ হাজার ৬২৫ কেজি সার, ১ হাজার ৭৭৪ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৮০ হাজার ৯৪০ কেজি কয়লা, ৫২০ ঘনফুট পাথর, ১৯ লাখ ৩৬ হাজার ২০০ ঘনফুট বালু, ৫৮৩টি মোবাইল, ৩০ হাজার ৬৭০টি চশমা, ৪৬ হাজার ৯৬৬ কেজি বিভিন্ন প্রকার ফল, ১ লাখ ৩১ হাজার ৪৬৩ কেজি রসুন, ১১ হাজার ৭৮৮ কেজি জিরা, ১টি কষ্টি পাথরের মূর্তি, ৫৬০ গ্রাম সাপের বিষ, ৫টি ট্রাক, ১টি বাস, ৬টি পিকআপ, ৩টি প্রাইভেটকার ও মাইক্রোবাস, ৩টি ট্রলি, ৭৪টি নৌকা, ৩১টি সিএনজি, ইজিবাইক, ৭২টি মোটরসাইকেল, ২২টি ভ্যান গাড়ি এবং ৩০টি বাইসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি পিস্তল, ১টি রাইফেল, ১টি এয়ার গান, ৫টি ম্যাগাজিন, ১৪ রাউন্ড গুলি, ১টি মর্টার শেল, ১টি গ্রেনেড ও ১টি রকেট গোলা।

এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ২ লাখ ৬৬ হাজার ২৬২ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৭৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৬ কেজি ২৬৭ গ্রাম হেরোইন, ৫ কেজি ৭৮৮ গ্রাম কোকেন, ২৮ হাজার ৯১৩ বোতল ফেনসিডিল, ১২ বোতল এলএসডি,  ১৮ হাজার ৩২৪ বোতল বিদেশী মদ, ৫৯২ লিটার বাংলা মদ, ৯২১ ক্যান বিয়ার, ১ হাজার ৯৩ কেজি গাঁজা, ১ লাখ ২ হাজার ৮০০ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৪১ হাজার ২৯৯টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ৩ হাজার ৫২৪ বোতল ইস্কাফ সিরাপ, ১ হাজার ২৩০ বোতল এমকেডিল ও কফিডিল, ৩৭ লাখ ১১ হাজার ৫৪৭ পিস বিভিন্ন প্রকার ওষুধ ও ট্যাবলেট এবং ৭৭ হাজার ৮৯২টি এ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট।

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২০৮ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ৪২৬ জন বাংলাদেশী ও ১৮ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়া বাংলাদেশে অনুপ্রবেশকালে মিয়ানমারের ৭৭২ জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। (বাসস)