বিজিবির হাতে ৩ ভারতীয় সীমান্তরক্ষী আটক

রাজশাহীর মাঝারদিয়াড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার ভোরে তাদের আটক করা হয়। পরে রাজশাহীর মাঝারদিয়াড় সীমান্ত ফাঁড়িতে এনে বিএসএফ সদস্যদের রাখা হয়েছে।আটকরা হলেন- এসআই রমনাথ সিং, কনস্টেবল রাকেশ কুমার ও সন্তোষ কুমার।

রাজশাহী-১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইফতেখার শামীম আল মাসুদ বলেন, ধারণা করা হচ্ছে, কুয়াশার মধ্যে পথ ভুল করে বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমানায় ঢুকে পড়েছিলেন। পরে তাদের আটক করে ফাঁড়িতে আনা হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে বিএসএফের ৮৪ ব্যাটালিয়ন কমান্ডারকে বিষয়টি অবহিত করা হয়েছে। পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হবে।

আজকের বাজার: আরআর/ ২৫ ডিসেম্বর ২০১৭