বিজিবি ও বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক

দিনাজপুরে সীমান্ত সমস্যা নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোস’র্র (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর বিজিবি সেক্টর স্টাফ কর্মকর্তা মেজর শামিম বাসসকে জানান, আজ শনিবার দুপুর সাড়ে ১২ থেকে দেড়টা পর্যন্ত জেলার বিরামপুর সীমান্তের চৌঠা বিজিবি বিওপি ক্যাম্প এবং ভারতের দক্ষিণ দিনাজপুর ৯৬ বিএসএফ এর গোবিন্দপুর ক্যাম্প’র মধ্যে সীমান্ত সমস্যা নিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, বাংলাদেশের ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের বিরামপুর উপজেলার চৌঠা ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল হামিদ এবং ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ৯৬ বিএসএফ ক্যাম্পের পরিদর্শক সরজ আগরওয়াল ৫সদস্যের প্রতিনিধি নিয়ে বৈঠকে অংশ নেন।

আজকের বাজার/লুৎফর রহমান