মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সীমান্ত এলাকায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়েছে।
সোমবার সকাল ১০টায় দিনাজপুরের হিলি সীমান্তের আন্তর্জাতিক তল্লাশিচৌকির শূন্যরেখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কোম্পানি কমান্ডারদের মধ্যে স্যালুট ও মিষ্টির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় হয়।
শুভেচ্ছা বিনিময়ের শুরুতে বিজিবির হিলি তল্লাশিচৌকির ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবু নাছির বিএসএফের হিলি ক্যাম্পের সহকারী অধিনায়ক হাপুনি কাশেকে মিষ্টি দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।
বিজিবির হিলি তল্লাশিচৌকির ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবু নাছির জানান, অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত স্বাধীন দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে দুই দেশের বাহিনী নিজ নিজ দেশের পক্ষে দায়িত্ব পালন করছে। বাংলাদেশের স্বাধীনতা দিবসের আনন্দ ভাগাভাগি করে নিতে এ আয়োজন।
দিবসটি উপলক্ষে বিএসএফের রায়গঞ্জ সেক্টর কমান্ডার ও পতিরাম ১৯৯ ব্যাটালিয়ন অধিনায়কের নামে পাঁচটি মিষ্টির প্যাকেট দেওয়া হয়েছে। তাঁদের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টির প্যাকেট দেওয়া হয়।
বিএসএফের হিলি ক্যাম্পের সহকারী অধিনায়ক হাপুনি কাশে বলেন, বাংলাদেশ ভারতের বন্ধু দেশ। এ ধরনের আয়োজন দুই দেশের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্বের সম্পর্ককে আরও দৃঢ় করবে।
এমআর/